..

Open Online Radio | আপনার রেডিও প্লেয়ার

0


রেডিও শোনার চল অনেক আগেই উঠে গেছে তবে অনলাইন রেডিও জনপ্রিয়তা বেড়েছে । ডিজিটাল বাংলাদেশে এটা স্বাভাবিক, কেননা বর্তমানে বেশির ভাগ মানুষ ইন্টারনেট-এর সাথে জড়িত । এছাড়া সময় স্বল্পতা ও ব্যাস্ততার কারনে অনলাইন রেডিও বেশি জনপ্রিয় ।
আর অনলাইন রেডিও এর সাইট গুলো বেশ অনেক , যার কারনে অ্যাড্রেস মনে রাখা কঠিন । আর সে ঝামেলা কাটিয়ে উঠতে gmLAB  হতে ডেভেলপকৃত “OPEN Online Radio”  নামক প্রথম  ডেক্সটপ অ্যাপ্লিকেশান রিলিজ করেছে । সফটওয়্যারটিতে বেশ কিছু সুবিধা রয়েছে ।

Feature

১ ২৪টি বাংলাদেশী রেডিও
System tray Minimize
Low Size Application

সফটওয়্যারটি ডাউনলোড করুন ।

সফটওয়্যারটিতে কোন Bug (সমস্যা/ভুল) পেলে অনুগ্রহ করে জানাবেন । 

ফটোশপ-এর বিকল্প হিসাবে ব্যবহার করুন paint.Net

0








আসসালামুআলাইকুম , কেমন আছেন সবাই আশা করি ভাল , আজ একটি অসাধারণ  সফটওয়্যার শেয়ার করব , যেটি দ্বারা ফটোশপ-এর মত ফটো এডিট করতে পারেবেন কোন ঝামেলা ছাড়াই । যেমন : filter , layer , Tools ,color, easy interfece ইত্যাদি । অর্থাৎ যাদের ফটোশপ ভিতি আছে তাদের জন্য খুবই ভাল সফটওয়্যার , সফটওয়্যার টির সাইজ একে বারে কম (মাত্র ৩.৫ মেগাবাইট !)  । এছাড়া সফটওয়্যার টি একেবারে ফ্রী বিতরনের জন্য  ! । তো দেরি না করে ডাউনলোড করে ফেলুন এবং এডিট করা শুরু করুন ভাল লাগতে বাধ্য ! । এক কথায় ফটোশপ ক্লোন । সফটওয়্যার টি ইন্সটল দিতে যে শর্তগুলো মানতে হবে সেগুলো দেওয়া হল :
  • Windows 7 (recommended), 
       or Windows XP SP3,
       or Windows Vista SP1 (SP2 and Platform Update recommended)
  • 800MHz processor (dual-core recommended)
  • 512MB of RAM
  • 1024 x 768 screen resolution
  • 200+ MB hard drive space
  • Optional: 64-bit mode requires a 64-bit CPU and a 64-bit edition of Windows
এছাড়া Microsoft framework 3.5 sp1  ইন্সটল থাকা লাগবে (বেশির ভাগ অপারেটিং সিস্টেম এ ইন্সটল করা থাকে )


সফটওয়্যারটি দ্বারা এডিট করা কিছু ছবি





সফটওয়্যার টির নাম Paint.Net   Download



যে কোন ধরনের ওয়েব ভিডিও ডাউনলোড করুন

1

















কোন ঝামেলা ছাড়া ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন সেজন্য আপনাকে একটি Add on ডাউনলোড করতে হবে । এজন্য আপনাকে Fire fox এর জন্য








ডাউনলোড ও ইন্সটল শেষ হলে ব্রাউজার Restart দিয়ে ভিডিও দেখুন এবং ডাউনলোড দিন ।







আশা করি কোন সমস্যা হবে না ।

পবিত্র কুরআন শিক্ষার সফটওয়্যার

1


আজ একটি সফটওয়্যার এর কথা বলব যার মাধমে সহজেই কুরআন বাসায় বসে অনেক কিছু শিখতে পারবেন । তবে এ কথা বলছি না যে সব শিখে ফেলবেন বেশি কিছু শিখতে আপনাকে অবশ্যই মাওলানা , কারি , হাফেজদের সাহায্য নিতে হবে, তবেসফটওয়্যারটি দেখে খুব ভাল লাগল তারপরও সফটওয়্যারটি দেশি! দেশ প্রীতি ত আছে কি আপনার নাই ? হ্যাঁ আমাদের যদি নাই থাকত তাহলে আর বাংলা ব্লগ গুলোর মুখ দেখা যেত না । তুলনা মুলক সফটওয়্যার টির সাইজ বেশি না ।


নিচের লিঙ্ক হতে অনলাইনে কুরআন দেখতে পড়তে ও শুনতে পারবেন






Google Chrome-এর জন্য পছন্দের থিম তৈরি করুন

0



বাস্তবতার দিকে তাকালে আমরা বলতে পারি যে দিনের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় Browser Software গুলো ! এই যেমন : Google chrome , Firefox ইত্যাদি । তবে এগুলোর Default ইন্টারফেস দেখতে দেখতে চোখ পচে যায় । সেজন্য নিজের চাহিদা অনুসারে থিম তৈরি করতে পারেন । এখানে বলে রাখা ভাল যে Browser এর জন্য থিম ডাউনলোড করা যায় , তবে আমি এখানে তৈরির কথা বলেছি ।


প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে , যেটি বর্তমানে Google ব্যান্ড করে দিয়েছে ! , আমি অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি কারন প্রায় যায়গা হতে মুছে ফেলা হয়েছে !
এখানে google chrome এর থিম তৈরি করা শিখব ......






প্রথমে থিমটির নাম দিন ,এরপর লক্ষ করুন যে background দিবেন একটি ছবি (সাইজ ৬০কেবি হলে ভাল হয় jpeg/png) । পাশে যে ছবিটি দেওয়া আছে তার সাথে মিলিয়ে দেখুন 1 দেওয়া আছে । এছাড়া COLOUR দিতে পারেন , এরপর 2 frame টিতে ছবি এভাবে পর পর সব পূরণ করে শেষে Pack theme –এ ক্লিক করুন । দেখবেন যে CX creator রয়েছে সেখানে theme এর ইমেজ ফোল্ডার ও অন্যান্য

প্রয়োজনীয় ফাইল তৈরি হয়ে গেছে ।







এখন chrome cx creator বাদে সবগুলো কাট করে নতুন একটি ফোল্ডার theme1 নামে তৈরি করুন

এবং তার মধ্যে ফাইলগুলো paste করুন ।
















এরপর theme file টি open with করে Google chrome সিলেক্ট করে open করুন ।
















Browser হতে Continue করুন ব্যাস আপনার থিম তৈরি হয়ে গেল ! ।

এছাড়া আপনি অনলাইন থেকেও থিম তৈরি করতে পারেন Go to

সমস্যা হলে কমেন্ট করবেন ।


অনলাইন ক্যালকুলেটর !

0


আপনি কি বেশির ভাগ কাজ অনলাইনে করে থাকেন এই যেমন ইমেজ কনভার্ট, অডিও কনভার্ট তাহলে দেরি না করে হিসাব টাও করে ফেলুন !

http://www.online-calculator.com/full-screen-calculator/ ক্লিক করে হিসাব শুরু করুন ।

মুক্তিযুদ্ধ বিষয়ক জনপ্রিয় কিছু বই

0

মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই আছে ,তবে সবগুলো তেমন জনপ্রিয় না । আজ কিছু বই দিব যেগুলো একসময় খুবই জনপ্রিয় ছিল , আছে , থাকবে । আসলে পড়ে দেখলে ভাল লাগবে ।

image

Download pdf (13.71 MB, Mediafire)Thumbs down

ফিরে দেখা ৭১

clip_image002

Download (6.47 MB, Mediafire)

১৯৭১ – হুমায়ুন আহাম্মেদ

clip_image004

PDF download (7MB, Mediafire)

Android phone (Samsung ) দ্বারা কিভাবে পিসিতে ইন্টারনেট সংযুক্ত করবেন

3

















আনড্রয়েড ফোন দ্বা

রা ইন্টারনেট সংযুক্ত করার জন্য অনেকের সমস্যায় পড়তে হয় । Nokia, LG, Motorolla, Sonyricsson এর নিজস্ব PC Suite রয়েছে ।এছাড়া এগুলো নিজস্ব ব্র্যান্ডের সব প্রায় মডেল সাপোর্ট করে । কিন্তু যারা Samsung ব্যবহার করেন তারা জানেন এর কিছু মডেল এর জন্য একটি PC suite এবং অন্য মডেলের জন্য PC suite যেমন : Samsung fixed operating system(Java) গুলো পিসিতে সংযুক্ত করতে PC studio 3.2 নামে সফটওয়্যারটি ব্যবহার করতে হত , আর যারা Windows কিংবা symbian ব্যবহার করত তাদের লাগতো New PC studio নামক সফটওয়্যার । আর যারা Android ব্যবহার করছেন তারা ব্যবহার করেন Kies নামে একটি




সফটওয়্যার যেটি দ্বারা শুধুমাত্র contact number SD card ব্যাকআপ

নেওয়া যায় । এছাড়া অন্য কিছু করা যায় না ।এ সমস্যার আমি নিজেও একজন ভুক্তভোগী । তবে আপনাদের আর ভুগতে হবে না । কেননা আমি একটি পধতি বের করে ফেলেছি যেটি অনেক কাজের ! ।














এখানে tutorial হিসাবে Samsung GT-S5360 [Galaxy Y] ব্যবহার করা হয়েছে।















নির্দেশনা


১ প্রথমত Google play হতে PDANet free নামক সফটওয়্যারটি নামিয়ে নিন এবং সেটআপ দিন । এরপর ওপেন করুন মেসেজ দিবে >> যে আপনি PC version PDANet সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।


২ আপনার ডাউনলোড হয়ে গেলে সেটআপ(বা ইন্সটল ) দিন ।


৩ এখন আপনি মোবাইল এর ইন্টারনেট চালু করুন । এবং USB cable পিসিতে সংযুক্ত করুন ।

৪ মোবাইল এর সেটিং অপশন এ হতে Wireless and Network এ যান এবং দেখুন Tethering and Portable hotspot নামে একটি অপশন আছে এটি সিলেক্ট করুন , এরপর USB tethering অপশনটিতে টিক দিন ।



































































৫ এবার মোবাইল এর PDANet free সফটওয়্যার টি ওপেন করুন এবং USB tether Mode এ ক্লিক করুনপিসিতে ব্যবহার এর উপযোগী হল






















৬ এখন Desktop এর নোটিফিকেশান বার হতে দেখুন PDANet software টি চালু অবস্থায় আছে । ডান ক্লিক করে Connect internet করুন ।





















এখন ব্রাউজার দিয়ে টেস্ট করুন ।

সারসংক্ষেপ

সবশেষে একটি কথা না বললেই নয় , সেতি হচ্ছে আমি এটির জন্য Customer care এ গিয়েছিলাম কিন্তু তারা কোন সমাধান দিতে পারেনি । এরপর Samsung Canada wesite chat করলাম তারা বলল Canada এর বাইরে কাউকে সমাধান দিতে পারবেনা । Samsung সাইট এর এবার ইন্ডিয়ায় গেলাম (যেহেতু বাংলাদেশ এর সাইট নেই ! ) । সবশেষ google এর কাছে সমাধান পেলাম , ৮ থেকে ১০ টি ব্লগ সাইট ঘেঁটে অবশেষে সমাধান টি পেলাম । সেটি আপনাদের কাছে খুব সহজ করে তুলে ধরলাম ।

আশা করি সবার আপনাদের(ভুক্তভোগী) কাজে লাগবে ।

সফটওয়্যার দুটি একসাথে Download করুন ।